ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৩ অক্টোবর ২০২৪  
টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

গ্রেপ্তার শাহ জনি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় শহর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে শহরের বেবীস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি এ হত্যা মামলার ৪১ নম্বর আসামি। 

র‌্যাব জানায়, রাতে শাহ জনিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরো পড়ুন:

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহ জনিকে আদালতের কাছে হস্তান্তর করা হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

গত ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হয়। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। 

কাওছার/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়