‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি-জামায়াত সজাগ থাকবে’
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ডোমার উপজেলায় মতবিনিময় সভার আয়োজন করা হয়
‘আমরা চাই, সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপুজায় সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সজাগ থাকবে।’ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় হিন্দুদের এমন প্রতিশ্রুতি দেন নীলফামারী ডোমার উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ডোমার পৌরসভা কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এ সময় প্রকৌশলী হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর নূর কামাল, সেক্রেটারি সোহেল রানা, ডোমার থানার এসআই কাজল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কানজিলাল, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির রিপোর্টার ইয়াসীন মোহাম্মদ সিথুন।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের এই উপজেলা সম্প্রীতির এলাকা। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডোমারের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বক্ষণিক হিন্দু ভাইদের পাশে থাকবে।’
পূজায় নিরাপত্তাসহ সড়কে যানজট এড়াতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তারা।
সিথুন/বকুল