ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৩ অক্টোবর ২০২৪  
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত 

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলায় দুর্ঘটনা ঘটে।  

রেলওয়ের চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করছে স্থানীয়রা। 

স্থানীয়দের বরাতে ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রেন চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকায় পৌঁছালে রেললাইনে হাঁটা এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে লোকটি ঘটনাস্থলে মারা যায়। তাৎক্ষণিক লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রাও লোকটির পরিচয় সম্পর্কে জানেন না। ধারণা করা হচ্ছে, লোকটি মানসিক ভারসাম্যহীন। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ঘটনাটি রেল পুলিশ ও চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়