ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দিদার হত্যা মামলা 

গোপালগঞ্জে আ. লীগ কার্যালয়ে অভিযান, গ্রেপ্তার ৪ 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৪ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৫৭, ৪ অক্টোবর ২০২৪
গোপালগঞ্জে আ. লীগ কার্যালয়ে অভিযান, গ্রেপ্তার ৪ 

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন ও থানা এলাকা থেকে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি এম এম মাহমুদ (৫৪), সদস্য তৌফিকুর রহমান (৪৮), রুবেল তালুকদার (৩৩) ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মিনা (৪৪)। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এসএম জিলানীর গাড়িবহরে হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খায়রুল আলম দিদার নিহত হন।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।

বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়