ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জামালপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৪ অক্টোবর ২০২৪  
জামালপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

জামালপুর শহরতলীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাসিয়া গ্রামের মৃত জয়দর হোসেনের ছেলে ইজিবাইকচালক রোকন, শেখ সাদী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুল মালেক ও নয়াপাড়া গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান। 

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিওবয়েলপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়- টিউবেলপাড় এলাকায় একটি ইজিবাইক কালিবাড়ি থেকে জামালপুর শহরের যাওয়ার  সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইকচালক। আর গুরুতর আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত একজন মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক বলেন, এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর  ইজিবাইকটি থানায় আনা হয়েছে।

শোভন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়