ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নিজ দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:১২, ৪ অক্টোবর ২০২৪
নিজ দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে সোহেল (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের একটি মার্কেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহেল রাতে দোকানেই ঘুমাতেন। শুক্রবার সকালে তার পাশের ব্যবসায়ী দোকানের নিচ থেকে রক্ত ভেসে আসতে দেখে মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অনিক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়