রূপসী ঝরনায় ২ পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের মিরসরাইয়ে বড় কমলদহ এলাকার রূপসী ঝরনার গভীর কূপে ডুেএ দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া দুই পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। ঝরনায় গোসল করার সময় একজন কূপে ডুবে যাচ্ছিলেন। অপরজন তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এসময় দুই জনই ঝরনার গভীর কূপে ডুবে যান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুপুর ২ টার দিকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে।
রেজাউল/মাসুদ