ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

‘শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৪ অক্টোবর ২০২৪  
‘শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহিদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।’ 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে গণসংহতি আন্দোলনের গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে। রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিবাদতন্ত্র বিদ্যমান রয়েছে। পুরোনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। এই গণঅভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিতন্ত্রকে হারানো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক। এই ভিত্তি ধরে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট, দুর্নীতি ও দুঃশাসন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে, সেভাবে আর চলতে দেওয়া হবে না। গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে। নিয়মতান্ত্রিকভাবে দাবি দাওয়া তুলতে হবে। গার্মেন্ট নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। শ্রমিকরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।’ 

গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহিদের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভা  অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়।

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়