ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৪ অক্টোবর ২০২৪  
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. মিজান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে আরকান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মারা যাওয়া মিজান বালিয়াকান্দি উপজেলার বহরপুর গোশাইপাড়া এলাকার মো. আব্দুল হাকিম শেখের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে তার দোকানের জন্য পান কিনতে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, বহরপুর স্টেশনের অদূরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। 

রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়