‘এমটি বাংলার সৌরভ’ জাহাজে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।
তিনি জানান, রাত একটার দিকে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। যেহেতু সমুদ্রে আগুন লেগেছে তাই নৌবাহিনী ও কোস্টগার্ডের ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। একই সাথে চট্টগ্রাম বন্দরের অগ্নি নির্বাপনী ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেছেন।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
রেজাউল/ইমন