ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:১৮, ৫ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিমপাড়ার অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সজলের নামে আগের একটি অস্ত্র ও তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

রাজবাড়ী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়