ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

দুর্গাপূজা 

কুমিল্লা সীমান্তের মণ্ডপগুলোর নিরাপত্তায় থাকবে ৮২ প্লাটুন বিজিবি: সেক্টর কমান্ডার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৪৮, ৫ অক্টোবর ২০২৪
কুমিল্লা সীমান্তের মণ্ডপগুলোর নিরাপত্তায় থাকবে ৮২ প্লাটুন বিজিবি: সেক্টর কমান্ডার

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির। তিনি বলেছেন, ‘পূজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে বিভিন্ন গুজব ছড়ানো হয়। আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন। কুমিল্লা সীমান্ত এলাকাগুলোর ১২২টি পূজা মণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।’ 

শনিবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে কর্নেল মো. রেজাউল কবির বলেন, ‘মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। পূজা উপলক্ষে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।’ 

আরো পড়ুন:

এসময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতারা।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়