ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সাবেক মন্ত্রী এমএ মান্নানকে হাসপাতালে ভর্তি 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৫ অক্টোবর ২০২৪  
সাবেক মন্ত্রী এমএ মান্নানকে হাসপাতালে ভর্তি 

এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ শনিবার (৫ অক্টোবর) সকালে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বয়সজনিত কারণে এমএ মান্নান দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এমএ মান্নানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপর হামলা মামলার ২নং আসামি এমএ মান্নান। গত ২০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার হিজল বাড়ির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন:

২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করেন। 

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, রণজিত চন্দ্র সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।

নূর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়