ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নড়াইলে বাসচাপায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নিহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:১৯, ৬ অক্টোবর ২০২৪
নড়াইলে বাসচাপায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নিহত

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় বাসচাপায় শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের কালনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম রিফাতুল ইসলাম (৩৪)। তিনি লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের বেলায়েত শিকদারের ছেলে ও গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কর্মস্থল গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে আসছিলেন রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ। কালনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন দুই জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরিফুল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়