ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৬ অক্টোবর ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে দুর্গাপূজার একটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। এর আগে, গতকাল দিবাগত রাতে মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, আসন্ন দুর্গোৎসবের জন্য প্রতিমাটি নির্মাণ করা হয়েছিল। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথাসহ অন্যান্য অংশ ভাঙচুর করে। এ সময় মন্দিরে কেউ ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, শহরের অদূরে বটতলা হাট এলাকায় একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিয়াম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়