ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:০৬, ৬ অক্টোবর ২০২৪
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আটক

নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিস্কৃত নেতা নাসিম ফারুক খান মিঠুকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

রোববার (৬ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে ও সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

মিঠু যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সেনা সদস্যদের একটি টিম তার বাড়িতে ঘন্টাব্যাপি অভিযান চালায়। পরে তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়