লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে পৌর শহরের পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় ১২নং ওয়ার্ড আবিরনগর গ্রামের চদর উদ্দিন ভুঁইয়া বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, চদর উদ্দিন ভুঁইয়া বাড়ির রোডের পাশের ডোবা থেকে পচা-দুর্গন্ধ বের হতে থাকে, পরবর্তীতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মুন্নাফ জানান, লাশ দেখে ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহ গুম করতে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। নিহত ব্যক্তির হাতের আঙুলের ছাপ নেয়া হয়েছে। দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর/ইমন