ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৭ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:২০, ৭ অক্টোবর ২০২৪
বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার হলে গুরুতর অবস্থায় তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক কলেজছাত্রকে মৃত্যু ঘোষণা করেন। অপর দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি‌।

ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়