ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৭ অক্টোবর ২০২৪  
খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ অক্টোবর) সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন পাহাড়ি বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

বক্তারা সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থন্বেষী মহল যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহবান জানান। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি বাঙালী নেতারা।

উল্লেখ্য যে, খাগড়াছড়িতে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়।

রূপায়ন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়