ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

পলিথিন উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৭ অক্টোবর ২০২৪  
পলিথিন উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অপরাধে জামাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে পৌর এলাকার দরগাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জামাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার মৃত তসলিম উদ্দীনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস।

চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, নিষিদ্ধঘোষিত পলিথিন-পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে পলিথিন উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে জামাল উদ্দীনকে জরিমানা করা হয়। 

এ সময় ওই কারখানা থেকে ৪৮ কেজি পলিথিন জব্দ করা হয় বলে জানান তিনি।
 

শিয়াম/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়