ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৭ অক্টোবর ২০২৪  
ডেঙ্গু প্রতিরোধে টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) দুপুরে এ কার্যক্রম শুরু হয়। এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা ও পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড, হাসপাতাল ও সড়কসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা নিধরের ওষুধ স্প্রে করা হচ্ছে। ড্রেন, পুকুরসহ জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। এছাড়া ডেঙ্গ সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। 

টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ কারণে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ড, হাসপাতাল, সড়কসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা নিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে।

আরো পড়ুন:

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়