ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রাজশাহীতে ভুয়া গোয়েন্দা আটক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৭ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:২৮, ৭ অক্টোবর ২০২৪
রাজশাহীতে ভুয়া গোয়েন্দা আটক

রাজশাহীতে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বিকেলে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বারুইপাড়া মহল্লার একটি বাড়ি তল্লাশি করতে চাইলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক এই প্রতারকের নাম ফাহিম হাসান ওরফে সেতু। রাজশাহী মহানগরের রায়পাড়া মহল্লায় তার বাড়ি। বাবার নাম আবদুল কুদ্দুস।

ফাহিম নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছিলেন। তার কাছ থেকে সেনাবাহিনীর মেসওয়েটার পদের একটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। তবে তিনি গোয়েন্দা সদস্য নন ও সেনাবাহিনীতেও কর্মরত নন।

আরো পড়ুন:

জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) বিকেলে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বারুইপাড়া মহল্লার একটি বাড়িতে গিয়ে গোয়েন্দা সদস্য পরিচয়ে তল্লাশি করতে চান ফাহিম। এ সময় স্থানীয় লোকজন তাকে আটকে রেখে থানা-পুলিশকে খবর দেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার জানান, ফাহিম হাসান এর আগেও ওই বাড়িতে গিয়ে প্রতারণা করে দুই হাজার টাকা নিয়ে যান। আজ আবারও গিয়ে বাড়ি তল্লাশি করতে চান। ভুক্তভোগী আশপাশের লোকজনকে ডাকেন। তারা খোঁজখবর নিয়ে দেখেন, এই ব্যক্তি আসলে প্রতারক। পরে পুলিশ ডাকা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়