ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৭ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:০৩, ৭ অক্টোবর ২০২৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত 

পিয়ালী অধিকারী

নড়াইলের সদর উপজেলার বাঁশভিটা গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালী অধিকারী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। পিয়ালী অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বিরেন অধিকারীর মেয়ে।

পিয়ালীর বাবা বিরেন অধিকারী জানান, সোমবার (৭ অক্টোবর) বিকালে পিয়ালী বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাঁশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সঙ্গে জড়িয়ে গেলে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন পিয়ালীকে উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 

আরো পড়ুন:

শরিফুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়