ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৩৪, ৮ অক্টোবর ২০২৪
পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

সোমবার (৭ অক্টোবর) রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তিতে নীলফামারি ৫৬ বিজিবি এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- নীলফামারীর ডোমার এলাকার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)। 

নীলফামারি ৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নাঈম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়