চুয়াডাঙ্গায় ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক ৩
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আমিনুল ইসলাম (৪৫), মিতুল মিয়া (৪০) ও শরিফুল ইসলাম (২০) নামে ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতে দর্শনা থানাধীন আনোয়ারপুর হঠাৎ পাড়া থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান।
আটককৃত আমিনুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে, মিতুল মিয়া মৃত কিতাব আলীর ছেলে ও শফিকুল ইসলাম মৃত নুর মিয়ার ছেলে।
নাজমুল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে তিনি ও সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মাসুদ সঙ্গীয় ফোর্স হঠাৎ পাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ তাদের ৩ জনকে আটক করেন। বোতলজাত করে বিক্রির উদ্দেশ্যে এসব স্পিরিট রাখা হয়েছিলো।
নাজমুল হাসান খান নিজে বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক ৩ জনকে মাদকসহ থানায় সোপর্দ করা হয়েছে।
মামুন/টিপু