ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

সাবেক এমপি কালামের রিমান্ড আবেদন নামঞ্জুর

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৪৬, ৮ অক্টোবর ২০২৪
সাবেক এমপি কালামের রিমান্ড আবেদন নামঞ্জুর

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের কার্যালয়ের পরিদর্শক আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুর রাজ্জাক জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার দুপুরের পর সংশ্লিষ্ট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা পাঁচটি মামলায় তাকে আসামি করা হয়। গত বুধবার আবুল কালাম আজাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়