ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

‘উৎসব করেন, সর্বোচ্চ নিরাপত্তা থাকবে মন্দিরে’

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৩১, ৮ অক্টোবর ২০২৪
‘উৎসব করেন, সর্বোচ্চ নিরাপত্তা থাকবে মন্দিরে’

নৌ বাহিনীর খুলনা নৌ-অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেছেন, ‘আপনারা শুধু দুর্গা উৎসব উপভোগ করবেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।’ 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সদরের আখড়া বাড়ি কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌ বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এসব এলাকা। গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি পূজার নিরাপত্তার জন্য এসব এলাকায় নৌ বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।’

গোলাম সাদেক বলেন, ‘বরগুনা, ভোলা ও খুলনায় মন্দিরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌবাহিনী।’ 

এ সময় সদরের আখড়া বাড়ি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করে পূজা উৎযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। 

এরপর আমতলী দুর্গা মন্দির পরিদর্শন শেষে বরগুনা ত্যাগ করেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ক্যাম্প পটুয়াখালীর কমান্ডারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

এ বছর জেলার ১২২টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্টিত হচ্ছে।

ইমরান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়