ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

না.গঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৮ অক্টোবর ২০২৪  
না.গঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে 

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বৃদ্ধি পেয়েছে। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩২ জন। যা এ বছরে সবচেয়ে বেশি। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০৫ জনে।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫৬ জন। আর আজ পর্যন্ত জেলায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৪৯ জন। 

আরো পড়ুন:

অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়