ঢাকা     বুধবার   ০৯ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৪ ১৪৩১

ঝালকাঠিতে ১৫৭ মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৮ অক্টোবর ২০২৪  
ঝালকাঠিতে ১৫৭ মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

বোধন পূজার মধ্য দিয়ে ঝালকাঠির ১৫৭টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বেলতলায় দেবীর আবাহনের জন্য বোধন পূজা করা হয়। বোধনের পর দেবীকে আহ্বান জানানো হয়। 

আগামীকাল বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী তীথিতে অধিবাস, আমন্ত্রণের পর্ব। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীরকাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ পর্বের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। 

শাস্ত্র অনুসারে, রাবন বধের আগে রামচন্দ্র দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা করেন। শরৎকাল দেবপূজার ‘শুদ্ধ সময়’ নয় বলে রাম যে দুর্গাপূজা করেন, তা দেবী পার্বতীর বোধন ‘অকালবোধন’ নামে পরিচিত হয়। এ কারণে দুর্গাপূজার প্রারম্ভে প্রথমে দেবীর বোধন করা হয়, তারপর অধিবাস ও আমন্ত্রণ করা হয়।
 

আরো পড়ুন:

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়