ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৮ অক্টোবর ২০২৪  
নারায়ণগঞ্জে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা থেকে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে বন্দরের কাইতাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশি তৈরি অস্ত্র জব্দ হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রাইভেটকারও। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া এতথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মিশেল, শাহজালাল বাবু, রাহাত হোসেন, মেহেদী হাসান ও সোয়াদ ইসলাম।

আরো পড়ুন:

এএসপি সনদ বড়ুয়া জানান, গতকাল রাতে বন্দরের কাইতাখালী এলাকায় মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা বলে গোপন সূত্রে তথ্য আসে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ হয়। আসামিদের মধ্যে মিশেলের নামে তিনটি, সোয়াদ ইসলামের নামে তিনটি, শাহজালালের নামে দুইটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‌‌‘পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে র‍্যাব আমাদের হেফাজতে দিয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে তাদের আমরা আদালতে পাঠিয়েছি।’

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়