দোষীকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে: উপদেষ্টা
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে। কেউ যেন হয়রানি না হয়। পাহাড়ি-বাঙালি যেই হোক না কেনো দোষীকে দোষী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে।’
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরে সহিংসতা চলাকালে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক পরিষদ, বনরুপা মসজিদ, মৈত্রী বিহার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতি বলছে, অপাতত পর্যটক ভ্রমণ বন্ধ রখা প্রয়োজন। তাই বন্ধ রাখা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় করে পরে খুলে দেওয়া হবে। জনগনের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করতে প্রশাসন কাজ করছে।’
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাঙামাটিতে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয় ধর/মাসুদ