ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৯ অক্টোবর ২০২৪  
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) বিকালে নীলফামারী-জলঢাকা সড়কের টেংগনমারী ব্রিজ এবং ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা ময়নুলের মোড় এলাকায় দুঘর্টনাটি দুইটি হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নীলফামারী-জলঢাকা সড়কের টেংগনমারী ব্রিজ পাড় হচ্ছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন নীলফামারীরে জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেল।

আরো পড়ুন:

অপরদিকে, বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে স্বামী মঞ্জুরুল ইসলামের সঙ্গে ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন রোজিনা বেগম (৪০)। ডোমার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে ইজিবাইক থেকে পড়ে যান রোজিনা। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

নিহত রোজিনা বেগমের বাড়ি দিনাজপুরের বিরামপুর কুশাখানি এলাকায়।

সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়