ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে বিশেষ অভিযান, ৭ ট্রেলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৯ অক্টোবর ২০২৪  
চট্টগ্রাম বন্দরে বিশেষ অভিযান, ৭ ট্রেলারকে জরিমানা

চট্টগ্রাম বন্দর অভ্যান্তরে নিবন্ধনহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআরটিএ। বুধবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে চালানো অভিযানে কনটেইনার বহনকারী সাতটি ট্রেলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ফাহাদ শিকদার জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্দর অভ্যান্তরে নিবন্ধনহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের প্রথম দিনে গতকাল মঙ্গলবার ১০টি যানবাহনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আজ অভিযানের দ্বিতীয় দিনে সাতটি ট্রেলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়া একটি ট্রেলারের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরো পড়ুন:

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- বিআরটিএ, চট্ট মেট্রো -১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়