ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৯ অক্টোবর ২০২৪  
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বীপ চন্দ্র মহন্ত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম। 

মারা যাওয়া দ্বীপ চন্দ্র মহন্ত একই গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে। 

আরো পড়ুন:

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে নিজের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক সংযোগের লাইন মেরামত করছিল দ্বীপ চন্দ্র মহন্ত। এসময় সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে।  গুরুত্বর অবস্থায় পরিবারের লোকজন তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়