ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৯ অক্টোবর ২০২৪  
ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রসী হামলা হয়েছে। এ সময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় আলিফ ইমরান (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক আলিফ ইমরান নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক হোসাইন শাহীদ বলেন, ‘সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ সংগ্রহের কাজে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছলে এক যুবক আমাদের উপর আচমকা হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এ সময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে সে। এক পর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয়। পিটিয়ে তার ডান হাত গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠান।’

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, ‘হামলাকারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এ ঘটনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি রাকিবুল হাসান রুবেল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামানসহ বিভিন্ন সাংবাদিক নেতারা এ ঘটনার নিন্দা জানান এবং দোষির শাস্তি দাবি করেন।

মিলন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়