ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১০ অক্টোবর ২০২৪  
চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: রাইজিংবিডি

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান সংগ্রহশালা চত্বরে কোরআন খতম, কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন, শিশুদের অঙ্কিত ছবির প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, এনডিসি জিসান আলী, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদসহ প্রমুখ। 

এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

/শরিফুল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়