ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১০ অক্টোবর ২০২৪  
বগুড়ায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

বগুড়ার গাবতলীতে পুকু‌রে গোসলে নেমে একই প‌রিবা‌রের দুই শিশুর মৃত্যু হ‌য়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপ‌জেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লো-ওই এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (৯), মামুন ইসলামের মেয়ে নিশা (১০)। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু পুকু‌রে গোসল করতে যায়।এ সময় দুই শিশু পানিতে তলি‌য়ে গেলে অন্য শিশুটি চিৎকার আর কান্না করতে থাকে।কান্নার শ‌ব্দে স্থানীয়রা এগিয়ে গি‌য়ে প্রত্যাশা ও নিশার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গাবতলী থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল ব‌লেন, দুই বোন প্রতিদিনই বাড়ির পাশে পুকুরে গোসল কর‌তো বলে জান‌তে পে‌রে‌ছি। উভয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে গাবতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

/এনাম/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়