ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টাঙ্গাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১০ অক্টোবর ২০২৪  
টাঙ্গাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

ছবি: রাইজিংবিডি

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এর দিক-নিদের্শনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

জানা গেছে, ১৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪-বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।এ সময় ১ হাজার ১৭৫ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং ৯৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।ক্যাম্পেইন চলাকালে বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ পরিদর্শন করেন।

আরো পড়ুন:

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/কাওছার/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়