ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:১৭, ১১ অক্টোবর ২০২৪
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে আটক ৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় দুটি মোবাইলফোন।

আটককৃতরা হলেন- বরিশালের কোতোয়ালী থানার চরগোপালপুর গ্রামরে হানেফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আঁখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকি আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারের সময় কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়