ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৫০, ১১ অক্টোবর ২০২৪
পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ। এর আগে, গতকাল রাতে এই ঘটনায় মামলা হয়। তবে তাৎক্ষণিক গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন:

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী কালচারাল সেন্টার নামের একটি সংগঠনের শিল্পীরা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান দেশাত্মবোধক হলেও অপরটি ইসলামী সংগীত ছিল বলে অভিযোগ উঠেছে।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়