ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবি, ফুফু-ভাতিজার মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০২, ১১ অক্টোবর ২০২৪
পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবি, ফুফু-ভাতিজার মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় শারদীয় পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ফুফু (পিসি) ও ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছরের মেয়ে ঋতু তালুকদার ও তার ৭ বছরের ভাতিজা বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার। অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা।

পরিবারের বরাতে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, ঋতুসহ ৬ জন একটি নৌকায় চড়ে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা মণ্ডপে অঞ্জলি দিতে রওয়ানা দেন। পথে খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এসময় খালের পানিতে ঋতু ও তার ভাতিজা অমিত তলিয়ে যায়। বাকিরা সাতরে পাড়ে উঠেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোহেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়