ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

ফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ, যুবকের থানায় আত্মসমর্পণ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৫৭, ১১ অক্টোবর ২০২৪
ফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ, যুবকের থানায় আত্মসমর্পণ

ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ ওঠার পর থানায় আত্মসমর্পণ করেছেন আতিকুর রহমান সাগর (৩২) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) চাটমোহর থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক দেখায়। আতিকুর রহমান সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান সাগর গত বুধবার তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই তার শাস্তি দাবি করেন। এরপর তিনি থানায় আত্মসমর্পণ করেন।

আরো পড়ুন:

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, আতিকুর রহমান সাগর নামের এক যুবক ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দিয়েছেন বলে শুনেছি। তবে আটকের বিষয়টি জানি না।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়