ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

মাদারীপুরে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১১ অক্টোবর ২০২৪  
মাদারীপুরে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ তদারকি এবং পর্যালোচনা জন্য মাদারীপুরে জেলা ও উপজেলা পর্যায় বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার (১১ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলার বাজারে গিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এই কমিটির সদস্যরা। 

বাজার মনিটরিংয়ের সময় অধিকাংশ দোকান ও আড়তের পাইকারি ব্যবসায়ীদের ক্যাশ মেমো নম্বর সম্বলিত পাকা ভাইচার ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। 

আরো পড়ুন:

মাদারীপুর জেলা শহরের বাজার মনিটরিং পরিচালনা করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার সালাহ উদ্দিন মাহমুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। 

এছাড়া, জেলার পাঁচটি উপজেলা ও জেলার মধ্যে আরও কয়েকটি টিম বাজার মনিটরিং করেছেন।

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়