ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

ধর্মের ওপর আঘাত সহ্য করা হবে না: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৫২, ১১ অক্টোবর ২০২৪
ধর্মের ওপর আঘাত সহ্য করা হবে না: এ্যানি 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ধর্মের ওপর আঘাত সহ্য করা হবে না। মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন দুই ধর্মকে (ইসলাম-হিন্দু) আঘাত করেছে। সব ষড়যন্ত্র  রুখে দিতে হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই ঐক্যবদ্ধ।’ 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ মনোসা বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘পাহাড়ি-বাঙালি বিভক্ত করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বায়তুল মোকারম মসজিদে ইমামতি নিয়ে হাতাহাতি ও চট্টগ্রামে মন্দিরে ইসলামী গজল একই সূত্রে গাঁথা। এটি ওই পাড়ের (ভারত বসে) ষড়যন্ত্র। কারা ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘অনেক দূর থেক টাকা দেওয়া হচ্ছে। লুটের টাকা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও হিন্দু ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়