ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

খাগড়াছড়িতে রবি কর্মকর্তা নিখোঁজ 

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪১, ১১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে রবি কর্মকর্তা নিখোঁজ 

পলাশ চন্দ্র দাশ

খাগড়াছড়িতে মোবাইল অপারেটর রবি’র বিতরণ বিভাগের হিসাব কর্মকর্তা পলাশ চন্দ্র দাশ নিখোঁজ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরের পর থেকে তার সন্ধান মিলছে না বলে জানিয়েছে পরিবার। পুলিশ বলছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তারা তৎপরতা চালাচ্ছে।

পলাশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। খাগড়াছড়ি জেলা শহরের কল্যাণপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিতে থাকেন তিনি।

নিখোঁজ পলাশ দাশের স্ত্রী রূপা সাহা জানান, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে পলাশ বাসা থেকে বের হন। দুপুরে বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে কল করি। মোবাইলটি বন্ধ ছিল। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নিখোঁজ পলাশের স্ত্রী রূপা সাহা গতকাল বৃহস্পতিবার রাতেই একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। পুলিশ তার সন্ধানে তৎপরতা চালাচ্ছে।

রূপায়ন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়