ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৪৮, ১২ অক্টোবর ২০২৪
মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

মেহেরপুরের মুজিবনগর থেকে একটি দেশীয় একনলা সুটারগানসহ মিজানুর রহমান মিজার (৪৮) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অস্ত্রটি উদ্ধারে অভিযান চলায় যৌথবাহিনী। মুজিবনগর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

আটক মিজার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফজুল হকের ছেলে। তিনি মহাজনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বর)।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজারের কাছে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বসত বাড়ির আঙ্গিনার গোয়াল ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা একটি একনলা সুটারগান উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়