ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:৪০, ১২ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাচালক শওকত মন্ডল ও যাত্রী নয়ন চন্দ্র দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপ থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৮ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়ন দাসের মৃত্যু হয়। অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওসার/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়