ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি আটক 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১২ অক্টোবর ২০২৪  
ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি আটক 

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবির সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কলারোয়া উপজেলার খোরদো গ্রামের আজিজুল ইসলাম গাজী (৪৫) ও একই গ্রামের শাহানারা খাতুন (৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে পাঠানো হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এ সময় কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন পলাতক আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়