ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:০৪, ১২ অক্টোবর ২০২৪
ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।

শনিবার (১২ অক্টোবর) জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে, ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যে ৫০০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগ এই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। জেলেদের সচেতন করতে  সভা-সেমিনার, মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে জেলে অধ্যুষিত এলাকাগুলোতে।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, ‘প্রজনন মৌসুমে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রজনন নিশ্চিত করতে নদীতে চলমান অভিযান সফল হলে আগামী দিনে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে অভিযান সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে ইলিশের প্রাচুর্য ফেরানো সম্ভব হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। জনগণেরও সহযোগিতা অপরিহার্য, কারণ এটি সামগ্রিকভাবে আমাদের সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। আমাদের মৎস্যজীবীদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে। আমি বিশ্বাস করি, এ বছরও জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসূচি শতভাগ সফল হবে।’

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়