ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

মুন্সীগঞ্জে শিল্প উপদেষ্টা

প্রত্যেক ধর্মের নাগরিক বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করবেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১২ অক্টোবর ২০২৪  
প্রত্যেক ধর্মের নাগরিক বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করবেন

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারেন। কোন বাধা থাকলে সেটা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাদের নিজেদের ধর্ম, নিজেরা পালন করবেন। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার আছে। সেই অধিকার প্রতিপালিত হতে হবে। সেখানে কোনও বাধা থাকতে পারবে না।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী তালুকদার গৌতম প্রমুখ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, যারা সব সময়ই দুর্বৃত্তয়ানের সঙ্গে যুক্ত থাকে, সব সময়ই যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে; মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে, তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে। পরে সন্ধ্যায় শিল্প উপদেষ্টা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে জেলা কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

রতন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়